কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কভিড-১৯-এ উপেক্ষিত জনস্বাস্থ্য

বণিক বার্তা প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ০২:০১

করোনা ঝড়ে কাঁপছে বিশ্ব। বিভিন্ন দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যার সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে নয় লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু দাঁড়িয়েছে ৪৯ হাজারের ওপরে। পারস্পরিকভাবে সংযুক্ত বিশ্বায়িত দুনিয়ার সুবাদে কভিড-১৯ বা করোনাভাইরাসের সংক্রমণ ও তার বিস্তার এখন বাংলাদেশের জন্যও কঠিন বাস্তবতা। মাসখানেক আগেও যে সমস্যাকে মনে করা হয়েছিল চীনের বা ইতালির, তা ভুল প্রমাণ হয়ে আমাদের সবাইকে এ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে এই ভাইরাস। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৫৬। আর মারা গেছে ছয়জন। তবে পরীক্ষার পরিধি ও সুবিধা বাড়ানো হলে আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা। সংগত কারণে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থার দৃষ্টি এখন করোনাভাইরাসের দিকে। এ রোগ মহামারী আকারে সারা দেশে ছড়িয়ে পড়ার আগেই তা রোধ করতে এখন সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে। ফলে আমরা যে শিগগিরই আরো কিছু বড় স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারি কিংবা এরই মধ্যে হচ্ছি, সেটি অনেকটাই আমাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে