কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নড়িয়ায় মাজেদা হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ২২:০৯

করোনাভাইরাস আতঙ্কে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছেন না অনেকেই। তাদের কথা চিন্তা করে তিনদিনের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করেছেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অব. শওকত আলীর ছেলে ডা. খালেদ শওকত আলী ও তার সহধর্মিণী ডা. তানিয়া খালেদ। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সকাল-সন্ধ্যা নড়িয়া মাজেদা হাসপাতালে এই বিনামূল্যে চিকিৎসাসেবা চলবে। চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য হাসপাতালের সামনে হাত ধোয়ার পানি এবং সাবানের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালে প্রবেশের সময় সবাইকে বিনামূল্যে মাস্কও দেয়া হবে। অপেক্ষা করার জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্তের মাঝে চেয়ার রাখা হয়েছে। ডা. খালেদ শওকত আলী বলেন, এই এলাকার মানুষকে চিকিৎসাসেবা দেয়া আমার কর্তব্য। এই দুর্দিনে যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে করোনাকে জয় করতে পারব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও