কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৃত্যুবাহী করোনা, হার না মানা মানুষ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১৩:৫৬

আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে, কিছুদিন ধরে আমরা শিল্পবিপ্লবের যুগ ৪.০ নিয়ে বেশ হৈচৈ শুনছিলাম। এই মুহূর্তে আপাতত কেউই কিন্তু শিল্পযুগের কোন পর্যায়ে আমরা আছি আর তার সুফল ঘরে তুলতে আইন, অবকাঠামো,  অর্থনৈতিক সংস্কার, ট্যারিফ ব্যারিয়ার ইত্যাদি কিভাবে ঢেলে সাজাতে হবে তা নিয়ে কথা বলছি না। এমনকি রথসচাইল্ড বা মেডিসি বা রকফেলার ফ্যামিলির আধুনিক উত্তরাধিকারী জেফ বেজোস, আম্বানি, জর্জ সরোস--- এদের কেউই না। সবাই এখন বাঁচতে চাইছে। এক অতি ক্ষুদ্র জীবাণু, উহান বা চায়না ভাইরাসের  ( COVID-19 নামে ভুল নামকরণকৃত) ছোবল থেকে সবাই বাঁচার আশায় দিন গুনছে। প্রকৃতি থেকে সংগ্রহ করছে ইমিউনিটি। প্রকৌশলজ্ঞান কাজে লাগাচ্ছে ভেন্টিলেটর উদ্ভাবনে, সামনে ডেকে আনা হচ্ছে পেন্টাগনের পরিবর্তে সিডিসি (CDC) বা জন হপকিন্স ইউনিভার্সিটিকে; এবং জেনারেলদের পরিবর্তে ডাক্তার আর জীববিজ্ঞানীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও