কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাঁচজনের মৃত্যু, কারণ অজানা

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১২:৫৭

ময়মনসিংহের উপজেলার বিভিন্ন এলাকায় ছয় দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁরা সর্দি-কাশি, জ্বর ও গলাব্যথায় আক্রান্ত ছিলেন। তবে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। এ অবস্থায় নানা গুজব-গুঞ্জনের সৃষ্টি হচ্ছে এবং করোনায় আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে কেউ কেউ সন্দেহ করছেন। ঈশ্বরগঞ্জ মধুপুর বাজারে খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার রাতে এক ব্যক্তি (৬০) মারা যান। গতকাল বুধবার সকালে জানাজা শেষে তাঁর মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। লোকজন জানান, করোনা সংক্রমণ সম্পর্কে টেলিভিশনে বিশেষজ্ঞরা যেসব তথ্য প্রচার করে থাকেন, ওই ব্যক্তির অসুস্থতা সে রকমই ছিল। এ বিষয়ে গতকাল বিকেলে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে আসা হাজারো লোক হোম কোয়ারেন্টিন (বাড়িতে সঙ্গনিরোধ) না মেনে মধুপুর বাজারসহ গ্রামের হাটবাজারে আড্ডা বসাচ্ছেন। ওই ব্যক্তিও মধুপুর বাজারের বাসিন্দা। এখন কী থেকে কী হয়েছে, তা তো ভাই আমি বলতে পারব না।’ এ ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত বলেও তিনি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও