কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তাবলিগ জমায়েত থেকে ৯০০০ ভারতীয় করোনার ঝুঁকিতে

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১০:৪৪

ভারতের রাজধানী দিল্লিতে তাবলিগ জামাতের সদর দপ্তরে হাজার হাজার মানুষের সমাবেশের ঘটনায় অন্তত নয় হাজার মানুষ করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় রয়েছেন। গতকাল বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা ওই সমাবেশে আসা তাবলিগ জামাতের ৭ হাজার ৬৮৮ জন স্থানীয় কর্মী ও তাঁদের পরিচিত ব্যক্তিদের শনাক্ত করেছে, যাঁদের পৃথক করা প্রয়োজন। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, এ ছাড়া ১ হাজার ৩০৬ জন বিদেশিও এই ঝুঁকিতে রয়েছেন।এই সংখ্যা আরও বাড়তে পারে। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দিল্লির নাজিমুদ্দিন এলাকায় ওই সমাবেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ২৩টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল বিদেশ থেকে আসা ওই ১ হাজার ৩০৬ জন মানুষকে শনাক্ত করতে ২৪ ঘণ্টা ধরে কাজ করেছে। ১ এপ্রিল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংগ্রহ করা তথ্যে দেখা গেছে, এর মধ্যে ১ হাজার ৫১ জনকে পৃথক করা হয়েছে। ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং দুজন মারা গেছেন। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা মানুষসহ কয়েক হাজার মানুষ ওই সমাবেশে যোগ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও