কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজার সমুদ্রে ডলফিনের ফিরে আসা

বণিক বার্তা প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ০৩:০০

চট্টগ্রাম জেলায় বেড়ে ওঠা, পড়াশোনা, চাকরি প্রভৃতি কারণে বহুবার কক্সবাজার গেছি। আমার এক খালারও সেখানে বিয়ে হয়েছে। তাই ছেলেবেলা থেকেই বারবার সেখানে গেছি বিশেষত সমুদ্রসৈকতে। কিন্তু দেশের বিভিন্ন নদীতে এবং সুন্দরবনের ইরাবতী ডলফিনের কথা জানা থাকলেও কক্সবাজার সমুদ্রসৈকতে ডলফিনের কথা এই প্রথম শুনলাম। জানি না আদৌ সংবাদটি সত্য কিনা। আজকাল ভুয়া সংবাদ, ফটোশপ—সব মিলিয়ে এমন একটা সময় এসেছে যে মাঝে মাঝে নিজেকেও অবিশ্বাস হয়! যদি সংবাদটি ঠিক হয়ে থাকে, কোথায় ছিল তারা এতদিন? কেনইবা ফিরে এল আবার? করোনাভাইরাসের কারণে সমুদ্রসৈকত এখন ফাঁকা, জনমানবশূন্য। তাই কি তারা ফিরে এসেছে? এছাড়া আর তো কোনো কারণ দেখি না। ডলফিন তো জলের প্রাণী। সমুদ্র তো ডলফিনের বাসস্থান। আর সমুদ্রসৈকত আমাদের বেড়ানোর স্থান। ওরা তো জলের দেশের নাগরিক। আমরা কেবলই পর্যটক। তবে কি প্রতিকূল পরিবেশে পর্যটকদের ভয়ে নাগরিকরা দূরে সরে গিয়েছিল। এখন অবস্থা স্বাভাবিক হতেই ফিরে এসেছে। জানান দিচ্ছে, এটা আমাদেরই আবাস। আমাদের খেলার জায়গা!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত