কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ত্রাণ বিতরণে অনিয়ম তুলে ধরায় তিন সাংবাদিককে মারধর ইউপি চেয়ারম্যানের

সমকাল প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ২২:৪৯

হবিগঞ্জের নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের চিত্র তুলে ধরায় সাংবাদিক শাহ সুলতান আহমেদকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদকেও মারধর করেন তারা। বুধবার বিকেলে উপজেলার আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়, সম্প্রতি দরিদ্রদের জন্য আসা সরকারি ত্রাণ বিতরণ করেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। ১০ কেজি করে চাল দেওয়ার পরিবর্তে তিনি প্রত্যেককে পাঁচ কেজি করে দেন। এ নিয়ে প্রতিদিনের সংবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ সুলতান আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান হারুনসহ ২০/২৫ জন লোক সাংবাদিক শাহ সুলতানের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা ক্রিকেট ব্যাট দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা সাংবাদিক মুজিবুর রহমান ও বুলবুল আহমেদকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। সাংবাদিক শাহ সুলতানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, 'ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান অসহায় মানুষের জন্য আসা ত্রাণ বিতরণে অনিয়ম করেছেন। এ বিষয়ে সাংবাদিকরা সংবাদ প্রচারে গেলে তাদের মারধর করা হয়। অথচ এখনও চেয়ারম্যান এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন। দ্রুত চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রশাসনের লোকজন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে নিয়ে বসেছেন।'এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজন চেয়ারম্যানের ওপর উত্তেজিত হলে পুলিশ তাদের শান্ত করে। নির্যাতিত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দায়ের করলে আমরা ব্যবস্থা নেব। অভিযুক্ত চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও