কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শহরের কুকুরদের পাশে দাঁড়িয়েছেন জয়া

সমকাল প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১০:৩৩

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার। শহরও হয়ে পড়েছে ফাঁকা। মানুষ না থাকায় এই ফাকা শহরের কুকুরগুলোও পড়েছে বিপাকে। তারাও খাবার না পেয়ে শুকিয়ে কঙ্কালসার  হয়ে যাচ্ছে। শহরের অসচ্ছল মানুষদের কথা চিন্ত করে অনেকেই তাদের পাশে এসে খবার নিয়ে হাজির হলেও শহরের ঘুরেবেড়ানোর এইসব পশুদের খবর নিচ্ছেন না তেমন কেউ।  এবার এই কুকুরদের পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী জয়া আহসান। গত দুই সপ্তাহ ধরে ঢাকায় নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন  অভিনেত্রী জয়া আহসান। নিজের পোশা কুকুর  ক্লিওপেট্রার  আর নিজেদের ছাদবাগানের সঙ্গে কাটছিলো তার সময়। তবে হুট করে দুশ্চিন্তায় পড়লেন রাজপথে থাকা অসহায় কুকুরদের কথা ভেবে। খবর পেলেন, চলমান লকডাউনের কারণে সড়কের কুকুরগুলো পাচ্ছে না পর্যাপ্ত খাবার।  তাই নিজ হাতে ভাত আর মুরগি রান্না করে  মাস্ক আর গ্লাভস পরে খাবারের ব্যাগ হাতে নিয়ে বাসার সহযোগীকে নিয়ে ছুটলেন নগরীর দিলুরোড, ইস্কাটন গার্ডেন ও মগবাজার এলাকার বিভিন্ন স্থানে। ২৭ মার্চ দুপুর থেকে টানা কুকুরদের খাবার দিয়ে আসছেন জয়া। তবে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও