কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদেশে করোনায় মৃত্যু ৫৩ বাংলাদেশির, আক্রান্ত দুই শতাধিক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১০:০৩

করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট লাখেরও বেশি মানুষ এ মহামারিতে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষের। চীনের উহান শহর থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বাংলাদেশেও মৃত্যু হয়েছে পাঁচজনের। আর বিদেশের মাটিতে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৩ বাংলাদেশি। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৩২ বাংলাদেশি। এছাড়া যুক্তরাজ্যে ১১, ইতালিতে ২, কাতারে ২, সৌদি আরবে ২, স্পেনে ১, সুইডেনে ১, লিবিয়ায় ১ এবং গাম্বিয়ায় ১ জন বাংলাদেশির মৃত্যুর খবর বেরিয়েছে। এদিকে বিদেশে ২০০ জনেরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। লোকাল কমিউনিটি, সাংবাদিক, বাংলাদেশ মিশন এবং ঢাকায় সরকারি অনানুষ্ঠানিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের শুধুমাত্র নিউইয়র্কেই ৩০ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে একজন ফটো সাংবাদিকও রয়েছেন। কনসাল জেনারেল ডা. সাদিয়া ফয়জুন্নেছা বলেন, রবি ও সোমবার দু’দিনে নিউইয়র্ক সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে