কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপি নেতাসহ যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ০৮:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মোট ৩০ জন বাংলাদেশি মারা গেলেন। মঙ্গলবার ৫ জনের মধ্যে চারজন নিউইয়র্কে এবং একজন নিউজার্সিতে মারা যান। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মুনিম চৌধুরী, তানভীর হাসান প্রিন্স, সুরুজ খান, নুসরাত মজুমদার। গত ২৭ মার্চ করোনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু হয়। এদিন বাবা এবং একই দিন রাত ৩টায় ছেলে মারা যান। মৃতের স্ত্রীও বর্তমানে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি আছেন। ২৫ ও ২৬ মার্চ দুইদিনে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়। এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিন মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সিএনএন হেলথের হিসাবে, দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত