কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপে টাইগারদের ইংলিশ বধের কথা মনে করাচ্ছে আইসিসি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১৬:৪৪

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সবকিছু যেন থেমে গেছে। ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রায় সকল খেলাই আপাতত স্থগিত। তবে বিরক্তির এই সময়ে বসে নেই আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা পুরোনো রোমাঞ্চকর ম্যাচগুলো ফের দেখানোর ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় আজকের দিনে আইসিসি বেছে নিল ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ইংল্যান্ডের গ্রুপ পর্বের ঐতিহাসিক ম্যাচটি। যেখানে ইংলিশদের বিদায় নিশ্চিত করে আসরের পরের পর্বে জায়গা করে নেয় টাইগার বাহিনী। আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রিমিয়ার করে পুরো ম্যাচটি দেখাচ্ছে। ২০১৫ সালের ৯ মার্চ অ্যাডিলেডে অনুষ্ঠিত পুল ‘এ’র ম্যাচটি বাংলাদেশ ১৫ রানে জিতে নেয় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। ১০৩ রানে অন্যবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে যোগ্য সঙ্গে দিয়ে ৭৭ বলে ৮৯ রানে দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের বোলিং বিভাগও দারুণ করে। বিশেষ করে রুবেল হোসেনের ৪ উইকেটের কল্যাণে জয়টি বাংলাদেশের ডেরায় ধরা দেয়। এ ম্যাচকে কেন্দ্র করে আইসিসি নিজেদের ফেসবুক পেজটিও টাইগারময় করে সাজিয়েছে। কাভার পেজে রাখা হয়েছে বাংলাদেশের জয়ের মুহূর্তটিকে। আর ম্যাচ ভিডিওর ওপর ক্যাপশনে লেখা, ২০১৫ সাল বাংলাদেশ দুর্দান্ত কাটিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও