কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দাফনে বাধা, বাবার লাশ নিয়ে ঘুরছেন ছেলে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ১৭:১১

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। দাফনের জন্য সাতদিন ধরে লাশ নিয়ে বিভিন্ন কবরস্থানে ছুটছেন ছেলে সাদ মালিক। কিন্তু কোনো কবরস্থানে বাবার লাশ দাফন করতে পারছেন না। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় ধর্মীয় কর্তৃপক্ষ, বিভিন্ন গোষ্ঠী ও শহরের বাসিন্দারা লাশ দাফনে বাধা দিচ্ছেন। মৃত ব্যক্তিতে হাসপাতাল মর্গে পাঠাতে জোর করছেন। তাই বাবার লাশ দাফন করতে একের পর কবরস্থানে ঘুরছেন সাদ। মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে ইরাকে। বিশাল দেশে বাবার দাফন করতে না পেরে ক্ষুব্ধ সাদ। তিনি এএফপিকে বলেন, মৃত বাবার শোকের কোনো আয়োজন করতে পারিনি। মৃত্যুর সাতদিন পার হলেও তার লাশটি দাফন করতে পারছি না। লাশ দাফন করতে গেলে গাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে সশস্ত্র ব্যক্তিরা। নিজের জন্মভূমিতে লাশ দাফনের মতো কি অল্প জায়গাও নেই? এএফপির খবরে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বে চার লাশ দাফন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি দল পৌঁছায়। এতে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী ওই দলকে চারটি লাশ দাফনে বাধা দেয়। অথচ করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি মারা গেলে দাফনের জন্য একটি কবরস্থান নির্দিষ্ট করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে স্থানীয়দের ক্ষোভের মুখে লাশগুলো হাসপাতাল মর্গে নেয়া হয়। স্থানীয় বাসিন্দা বলেন, পরিবার ও সন্তানদের নিরাপত্তার জন্য করোনাভাইরাস আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফন করতে দেয়া হবে না। ইরাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর বলেন, সর্দি-কাশি বা হাঁচির মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ থেকে ভাইরাসটি ছড়ানোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। লাশ প্লাস্টিকের মোড়ানোর পর জীবাণুমুক্ত করে বিশেষ কফিনে রেখে দাফন করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও