কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুঠোফোনে সবার গতিবিধি নজরদারি করছে যুক্তরাষ্ট্র

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ০৫:১৩

করোনাভাইরাসের বিস্তার রোধে মুঠোফোনের মাধ্যমে দেশের সকল বাসিন্দাদের চলাচলের ওপর নজরদারি করছে যুক্তরাষ্ট্র। কোটি কোটি মানুষের মোবাইল ফোন ট্র্যাক করার মাধ্যমে করোনার বিস্তার কীভাবে হচ্ছে তা বোঝার চেষ্টা করছে দেশটির কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয় সরকার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), অঙ্গরাজ্য এবং স্থানীয় সরকার মানুষের অবস্থান ও চলাচল সংক্রান্ত পাওয়া এসব তথ্য বিশ্লেষণ করছে। তাতে মানুষের গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে। তারা কো অঞ্চলে রয়েছেন তা শনাক্ত করে সেই তথ্য বিশ্লেষণ করছেন। মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে সরকারের বিভিন্ন পর্যায়ে যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বরাতে দৈনিকটি বলছে, মোবাইল অ্যাডভারটার্জিং কোম্পানির মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। একটি পোর্টালের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৫০০টি শহরের ওপর এই নজরদারি চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও