কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছাড়পত্র পেলেন আইসোলেশনে থাকা জাবি শিক্ষার্থী

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১৩:৩৮

আইসোলেশনে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে তিনি আইসোলেশনে ছিলেন। রোববার (২৯ মার্চ) সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। সম্পর্কিত খবর ‘স্তব্ধ কর.. জব্দ কর, বাংলা কখনও হারে না’: গান বাঁধলেন মমতাবাড়ির বাহিরে না যেয়ে নিজে বাঁচুন এবং দেশকে বাঁচানকরোনায় মাশরাফি-তামিমদের জন্য ‘স্পেশাল’ খাদ্যতালিকা করোনা আক্রান্ত সন্দেহে ওই শিক্ষার্থীকে শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে স্থানান্তর করা হয়। নাটোর থেকে আনার সময় ওই শিক্ষার্থীর শ্বাসকষ্টে ভুগছিলেন। জানা গেছে, গত ১১ মার্চ ওই শিক্ষার্থী রাজধানী নিউমার্কেট এলাকায় ঘোরাফেরার সময় একজন বিদেশির সংস্পর্শে এসেছিলেন। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল জানান, ওই শিক্ষার্থীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। এছাড়া তার বাড়ির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। জানতে চাইলে রাজশাহী সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালের পরিচালক ডা. মামুনুর রশিদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে শনিবার রাতে তাকে করোনা ভাইরাস সন্দেহে এখানে ভর্তি করা হয়েছিল। পরে রাতে তাকে আইসোলেশনে রাখা হয়। কিন্তু তার করোনা ভাইরাসের উপসর্গ ছিল না। তবে তার অ্যাজমার সমস্যা রয়েছে। পর্যবেক্ষণ শেষে ওই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তাকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও