কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন হাসপাতাল ঘুরে ‘চিকিৎসা না পেয়ে’ প্রাণ গেল যুবকের

বণিক বার্তা প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১২:০০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসা না পেয়ে মারা গেছেন ঢাকা থেকে গ্রামে ফিরে যাওয়া এক যুবক। অভিযোগ উঠেছে, জ্বর ও কাশি নিয়ে বাড়িতে যাওয়া ওই যুবককে গ্রামেও ঢুকতে দেয়া হয়নি।গতকাল শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। রোববার সকাল থেকে দাফনের প্রক্রিয়া চলছে।মারা যাওয়া ওই যুবকের পরিবারের সদস্যরা বলছেন, ওইযুবক দীর্ঘদিন ধরে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি। শনিবার সকালে প্রচণ্ড জ্বর আর কাশি নিয়ে অসুস্থ অবস্থায় ঢাকা থেকে নওগাঁয় আসেন। এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে স্থানীয় ইউপি মেম্বার ও গ্রামের কিছু লোক তাকে গ্রামে প্রবেশ করতে দেননি।পরে চিকিৎসার জন্য তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেও চিকিৎসকরা তার চিকিৎসা না করে ফিরিয়ে দেন। এরপর আবারও তাকে নিয়ে এসে ভেটি কমিউনিটি ক্লিনিকের বারান্দায় রাখা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও