কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা চিকিৎসায় চারটি হাসপাতাল এখনো প্রস্তুত নয়

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১০:৩২

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে আউটার সার্কুলার রোডে সবুজে ঘেরা কয়েক একর জায়গাজুড়ে রেলওয়ে জেনারেল হাসপাতাল। গতকাল শনিবার সেখানে গিয়ে দেখা যায়, হাসপাতাল ভবন, ড্রেনেজ লাইন সংস্কার ও রং করার কাজ চলছে। নিচতলা ও দোতলায় কাজ করছেন ২০-২৫ জন শ্রমিক। সংস্কারকাজের ঠিকাদার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ছয় দিন আগে কাজ শুরু করেছেন তাঁরা। আরও তিন-চার দিনের মধ্যে সংস্কারকাজ শেষ হবে বলে আশা করছেন। তাঁর কথায় বোঝা গেল, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতাল প্রস্তুত হতে আরও সময় লাগবে। রাজধানীতে এখন মূলত কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। এর বাইরে সরকার আরও সাতটি হাসপাতাল নির্ধারণ করেছে। এগুলো হচ্ছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতাল এবং বেসরকারি তিন হাসপাতাল রিজেন্ট হাসপাতাল, উত্তরা ও মিরপুর ও যাত্রাবাড়ীতে অবস্থিত সাজিদা ফাউন্ডেশন। গতকাল সরকারি চারটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালগুলো এখনো প্রস্তুত নয়। আর বেসরকারি তিনটি হাসপাতাল চালু থাকলেও বড় পরিসরে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা এগুলোর নেই। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতাল, পুরান ঢাকার নয়াবাজারের মহানগর জেনারেল হাসপাতাল, মিরপুরের মাতৃ ও শিশুস্বাস্থ্য হাসপাতাল ঘুরে দেখা যায়, কোনোটির এখনো সংস্কারকাজ চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও