কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘করোনা মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১০:৫০

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব এখন হুমকির মুখে। এ অবস্থায় নিজেদের বিচ্ছিন্ন করে, যোগাযোগ বন্ধ করে পৃথিবী টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই এ পরিস্থিতি মোকাবিলা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি বৈশ্বিক নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিনিয়ত প্রাণহানি ঘটে চলেছে। তবে একে নিয়ন্ত্রণে বৈশ্বিক কোনো নেতৃত্ব এখনো দৃশ্যমান হয়নি। অথচ বর্তমানে কোভিড-১৯ এর চেয়ে বিশ্বে বড় নিরাপত্তা প্রশ্ন আর কিছু হতে পারে না। কেননা সমগ্র বিশ্বই এর আক্রান্তের শিকার। তাই এই করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন বৈশ্বিক সমন্বিত উদ্যোগ। ড. আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বের বড় বড় সংস্থাগুলোর এখন একত্রিত হওয়া উচিত। করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে কাজ করছে, তা প্রশংসাযোগ্য। একইভাবে এই বৈশ্বিক সমস্যা নিয়ন্ত্রণে জনগণের নিরাপত্তার বিষয়ে এখন জাতিসংঘের আরো বেশি করে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত এই পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা পালন করা। যোগাযোগ বিচ্ছিন্ন করে এ মহামারি নিয়ন্ত্রণ করা যাবে না উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন, সীমানা সিল, প্লেন চলাচল স্থগিত এবং বিভিন্ন শহর লকডাউন করে পৃথিবী যেন বিশ্বায়ন প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা বিভিন্ন সময় প্রকৃতিকে নানাভাবে ক্ষতিগ্রস্থ করেছি। প্রকৃতির তার শোধ নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও