কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক ছেটালো ডিএমপি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৭:৫০

করোনাভাইরাস থেকে ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চতুর্থ দিনের মতো ওয়াটার ক্যানন দিয়ে বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছেটালো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।   শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে দুই ধাপে এ জীবাণুনাশক ছেটানো হয় বলে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান। তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথম ধাপে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছেটানো হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা দ্বিতীয় ধাপে জীবাণুনাশক ছেটানো হচ্ছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এর নির্দেশনায় গত বুধবার থেকে প্রতিদিন দুই বার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছেটানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও