কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউনে পারিবারিক বাজেট

প্রথম আলো প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৭:১৮

করোনাভাইরাস আতঙ্ক এখন বিশ্বব্যাপী। লাগামহীনভাবে বেড়ে চলেছে ভাইরাস সংক্রমিত মানুষের পরিমাণ এবং কেড়ে নিচ্ছে বহু মানুষের প্রাণ। বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে ভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে। যেহেতু এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বা অ্যান্টিভাইরাস আবিষ্কৃত হয়নি, সেহেতু সংক্রমণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখাই একমাত্র উপায়। করোনাভাইরাস ছোঁয়াচে হওয়ার কারণে খুব সহজেই সংক্রমিত ব্যক্তি থেকে অন্য কারও শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। ভাইরাসটির উপসর্গ সঙ্গে সঙ্গে প্রকাশ না পাওয়ার কারণে সংক্রমিত ব্যক্তি বুঝতে পারে না তার কি সংক্রমণ হয়েছে নাকি হয়নি। ফলে সে নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় চলাফেরা করে এবং তার থেকে ভাইরাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং অন্যরা সংক্রমিত হয়। দ্রুত ভাইরাস সংক্রমণের পরিমাণ বৃদ্ধির এটা একটা অন্যতম কারণ। যে কারণে বিশেষজ্ঞরা সবাইকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে অনুরোধ জানান। ফলে বিভিন্ন দেশ মানুষের নির্বিঘ্ন চলাফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বহু দেশ আংশিক এবং অনেক দেশ পরিপূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয়। ভারত, চীন কিংবা ইতালির মতো আমাদের দেশে এখনো সম্পূর্ণ লকডাউন করেনি। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার হয়তো পরিপূর্ণ লকডাউনের সিদ্ধান্তে যেতেও পারে। সে জন্য আমাদের পূর্বপ্রস্তুতি নিয়ে রাখা একান্ত কর্তব্য। পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে এই লেখা, যাতে সবাই তার পরিবারের বাজেট পরিকল্পনা ভালোভাবে করতে পারে। সঠিক পূর্বপ্রস্তুতি ও উপযুক্ত পরিকল্পনাই পারে লকডাউনে থাকা অবস্থায় পড়া অসুবিধা থেকে দূরে রাখতে। লকডাউনে বাজেট প্ল্যান কীভাবে করবেন, তা দুটি ঘটনাবিন্যাসের মাধ্যমে বর্ণনা করা হলো। ঘটনাবিন্যাস একযদি সময় পাওয়া যায়সরকার যদি লকডাউনের আগে এক দিন বা দুই দিন সময় দিয়ে থাকে, তাহলে অনেক ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে