কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরিশাল শেবাচিমে ১ হাজার পিপিই এসেছে

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৬:০৮

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাব ঠেকাতে ও রোগীদের নিরাপদে চিকিৎসা সেবা দিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) এসে পৌঁছেছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ চিকিৎসা সেবায় নিয়োজিত প্রত্যেকে এই পিপিই পরিধান করবে।শনিবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।তিনি বলেন, হাসপাতালের জন্য বরাদ্দকৃত এক হাজার পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়েছি। শনিবার কিছু ডাক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্যদের মাঝে পিপিই বিলি করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে পিপিই সেট দেওয়া হবে। বিশেষ করে শেবাচিমের করোনা ইউনিটের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্ন কর্মীসহ চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সকলকে পিপিই সেট প্রদান করা হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও