কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে ডুয়েট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৫:২৮

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ও ‘ডুয়েট টেক্সটাইল ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের সহযোগিতায় তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। তবে কাঁচামালের সংকট, উচ্চমূল্য ও যাতায়াতের সমস্যার কারণে পর্যাপ্ত পরিমাণ প্রস্তত করা সম্ভব হচ্ছেনা।টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুস শাহিদের নেতৃত্বে পাঁচ শিক্ষকের একটি দল হ্যান্ড স্যানিটাইজার তৈরির বিষয়টি দেখাশুনা করছেন।টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.আব্দুস সাহিদ বলেন, বাজারের হ্যান্ড স্যানিটাইজারের চড়ামূল্য থাকায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি এবং গরীব দুঃখীদের মাঝে বিনামূল্যে বিতরণ করছি।তিনি আরোও বলেন, আমরা প্রাথমিকভাবে ১০০ মিঃ লিঃ এর ২০০টি হ্যান্ড স্যনিটাইজার তৈরি করেছি, আরও পরিকল্পনা রয়েছে।রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ডুয়েট বন্ধ থাকায় ছাত্রদের অধিক অংশগ্রহণ সম্ভব হয়নি। আগামীতে দেশ ও মানবতার জন্য ডুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে।হ্যান্ড স্যানিটাইজারটির নাম দেয়া হয়েছে ডুয়েটাইজার এবং ডব্লিউএইচও এর সুপারিকৃত রেসিপি অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজারটি তৈরি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত