কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় পুঁজি ফিরেছে দেড় হাজার কোটি টাকা

বার্তা২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৩:২২

রক্তক্ষরণ চলা পুঁজিবাজারকে রক্ষায় কৌশলে সার্কিট ব্রেকার আরোপের পর কিছু টাকা দরপতন ঠেকেছে বাজারে। ফলে বিদায়ী সপ্তাহে দুদিন পতন আর দুদিন সূচকের উত্থান হয়েছে দেশের দুই বাজারে। আর তাতে বিনিয়োগকারীরা হাতের হারানো পুঁজির দেড় হাজার কোটি টাকা ফিরে পেয়েছেন।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, ২২-২৫ মার্চ সপ্তাহে মোট চার কার্যদিবস লেনদেন হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার লেনদেন হয়নি।আর তাতে চার দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ৮১ লাখ ৫১ হাজার ২৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৫৮কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৯১৮ টাকা। যা আগের সপ্তাহের ৩৮০ কোটি টাকা কম। অর্থাৎ ২৯ দশমিক ৪৫ শতাংশ লেনদেন কম হয়েছে।তিন সূচকের পথচলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩০ পয়েন্ট আর ডিএসইএস সূচক আগের সপ্তাহের চেয়ে ১ পয়েন্ট কমে ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৯৬টির কমেছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সূচক ও আগের সপ্তাহের চেয়ে কিছু বেশি কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৫০১ কোটি ৮৫ লাখ ৮১ হাজার ৬৫ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও