কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীন থেকে করোনার সরঞ্জাম আনতে চার্টার্ড বিমান খুঁজছে সরকার

ঢাকা টাইমস প্রকাশিত: ২২ মার্চ ২০২০, ২১:১৭

ফাইল ছবি করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট ও ১০ হাজার প্রতিরোধক সরঞ্জাম চীন থেকে আনার জন্য চার্টার্ড বিমান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। আবদুল মোমেন বলেন, ‘চীন থেকে করোনা শনাক্তের কিট ও চিকিৎসা সরঞ্জাম আনতে চার্টার ফ্লাইট খোঁজা হচ্ছে। আমরা চীন দূতাবাসকে জানিয়েছি, চার্টার ফ্লাইটে আনলে দ্রুত আনা সম্ভব। তারা খুঁজে দেখছেন।’ যেসব প্রবাসী ছুটিতে কিংবা নতুন করে ভিসা করিয়ে করেনারভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থলে যেতে পারেননি তাদের চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। বলেন, ‘কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বাড়াবে বিভিন্ন দেশ, দুঃশ্চিন্তার কারণ নেই। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের মেয়াদ বাড়ানো হবে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত ও ইরাকের ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। তারা বলেছেন, কোনো সমস্যা নাই, সবাই পরিস্থিতি শান্ত হলে যেতে পারবেন।’ এ সময় প্রবাসী বাংলাদেশিদের দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করেন মোমেন। বলেন, ‘প্রবাসীরা যারা এখনো দেশের বাইরে আছেন, তারা ওখানেই থাকেন। আর যারা দেশে ফিরেছেন তারা অপেক্ষা করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরত যেতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও