কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা শনাক্তে ১০ হাজার কিট কিনছেন গাজীপুরের মেয়র

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ মার্চ ২০২০, ২১:১৪

করোনাভাইরাস মোকাবেলায় গাজীপুর নগরীতে ওয়ার্ডভিত্তিক ৬৩টি কমিটি গঠন করা হয়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কাজ করবেন। একই সঙ্গে করোনাভাইরাস শনাক্তের জন্য সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রোববার (২২ মার্চ) দুপুরে মহানগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে করোনা সংকট মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মেয়র বলেন, ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে কিছু কিট আনা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আরও কিট আনার চেষ্টা করছি। আজও ১০ হাজার কিট অর্ডার করেছি। মাত্র চারটি দেশে বিমান চলাচল করায় কন্টেইনারের মাধ্যমে এসব কিট আমদানির চেষ্টা করছি। তিনি আরও বলেন, গাজীপুরে ২২ লাখের মতো পোশাক শ্রমিক রয়েছে। কোনো শ্রমিক প্রাথমিকভাবে জ্বর-ঠান্ডায় আক্রান্ত হলে তাকে যেন ছুটি দেয়া হয়। শ্রমিকদের বাসায় অবস্থান নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের সঙ্গে সিটি কর্পোরেশনও সহযোগিতা করবে। একই সঙ্গে পোশাক শ্রমিকদের অর্থনৈতিকভাবে সহায়তা দেয়ারও আশ্বাস প্রদান করেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও