কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কামরান কি আইনের উর্ধ্বে? বিতর্কের ঝড় বইছে সবখানে

পূর্ব পশ্চিম প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ১৫:১৬

যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা ভঙ্গ করে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এমনকি ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণকালে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। এ নিয়ে সবমহলে আলোচনা-সমালোচনা চলছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিলেটে এ পর্যন্ত ৬২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের প্রায় সকলেই প্রবাসী এবং তাদের স্বজন। একইসঙ্গে সকলকেই জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হয়েছে। বিদেশফেরত কয়কজন হোম কোয়ারেন্টাইনে না থাকায় মৌলভীবাজারে তিন প্রবাসী ও ছাতকে একজনকে জরিমানাও করেছে প্রশাসন। অথচ বিমানবন্দরে থাকা মেডিকেল টিমের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ নানা নির্দেশনা থাকলেও তার বেলায় এসব কিছু মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও