কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করলাম, লিডার আপনি চিন্তিত কেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ২০:৪৪

ড. কামাল হোসেন। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সংবিধান প্রণেতা। বঙ্গবন্ধুর হাত ধরেই রাজনীতির পথ চলা। দীর্ঘ পথপরিক্রমায় নানা ভাঙা-গড়ার সাক্ষীও বিশিষ্ট এ আইনজীবী। রাজনীতির পথে হাঁটছেন এখনও। আওয়ামী লীগ থেকে বেরিয়ে ‘গণফোরাম’ নামের নতুন দল গঠন করেন। কিন্তু বঙ্গবন্ধুর সেই আদর্শ ধারণ করেই পথ চলেন বলে উল্লেখ করেন প্রবীণ এ রাজনীতিক। মুজিববর্ষ ও রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ড. কামাল হোসেন। বঙ্গবন্ধুর সঙ্গে রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে যখন দেশে ফিরছিলাম, তখন ঢাকার রাস্তায় লাখ লাখ মানুষ। এমন মানুষের সমাগম দেখে বঙ্গবন্ধুকে তখন চিন্তিত মনে হচ্ছিল। বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করলাম, লিডার আপনি চিন্তিত কেন? তিনি বললেন, ‘দেখ কামাল, স্বাধীনতার জন্য সমস্ত বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পেরেছি। জানি না, সেই ঐক্য ধরে রাখতে পারব কি-না?’ স্বাধীনতার পর পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু যেদিন দেশে ফিরছিলেন, সেদিন ড. কামালও সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধু প্রসঙ্গে ড. কামাল বলেন, বঙ্গবন্ধু এ জাতিকে যতটুকু বুঝতে পেরেছিলেন, অন্য কোনো রাজনীতিক তা বুঝতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও