কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা: সার্ককে পাশে চান মোদি, চুপ ইমরান

ইত্তেফাক প্রকাশিত: ১৪ মার্চ ২০২০, ১১:৪৬

পাকিস্তানসহ সার্ক দেশগুলিকে সঙ্গে নিয়ে ‘করোনা-কূটনীতি’ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ টুইট করে তিনি বলেন, ‘‘সার্কভুক্ত রাষ্ট্রগুলির নেতৃত্বকে আহ্বান জানাচ্ছি, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য শক্তিশালী কৌশল রচনা করতে। কীভাবে আমাদের নাগরিকদের সুস্থ রাখা যায়, তা নিয়ে আমরা ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে আলোচনা করতে পারি। একত্রে গোটা বিশ্বের সামনে এক উদাহরণ তৈরি করতে পারি আমরা। একই সঙ্গে সুস্থতর পৃথিবী গড়তে অবদান রাখতে পারি।’’ প্রধানমন্ত্রী এই টুইট করার পরই একে একে সার্কভুক্ত দেশগুলির পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাড়া আসতে থাকে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মলদ্বীপের নেতারা টুইট করেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহম্মদ শাহরিয়র আলম বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটিকে স্বাগত জানাচ্ছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপাল, ভুটান, মলদ্বীপ ও শ্রীলঙ্কার নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত।’’ নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে প্রস্তাব দিয়েছেন, তা স্বাগত জানাই। আমার সরকার সার্ক-এর সদস্যরাষ্ট্রগুলির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।’’ ভুটানের প্রধানমন্ত্রীও মোদির উদ্যোগের প্রশংসা করেছেন। তার বলেন, ‘‘একেই বলে নেতৃত্ব। এই অঞ্চলের সদস্য হিসেবে আমাদের একসঙ্গে এগিয়ে আসা উচিত। ছোট ছোট অর্থনীতির দেশগুলিতে আঘাত লাগে বেশি। আমাদের অবশ্যই সহযোগিতা করা উচিত। আমি নিশ্চিত আপনার (নরেন্দ্র মোদির) নেতৃত্বে দ্রুত ফল পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও