কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'মুজিব বর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে'

বার্তা২৪ প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১২:৪৬

মুজিব বর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের দেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে অংশ নিতে যেসব বিদেশি অতিথিদের আসতে বলা হয়েছিলো করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তাদের দেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে অন্য দেশগুলো থেকে কোনো ধরনের বাঁধা নিষেধ না থাকলে দেশের বাইরে বাংলাদেশের মিশনগুলোতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি। বৈঠক শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, মুজিব বর্ষ উদযাপনের অনুষ্ঠানমালা স্থগিত করা হচ্ছে, বাতিল নয়। সময় বুঝে মুজিব বর্ষ উদযাপনের সকল উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর আগে, সোমবার (৯ মার্চ) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চ বাংলাদেশে আসছেন না বলে জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও