কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উ.কোরিয়া

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ০৯:২৩

জাপান সাগরে স্বল্পপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহ আগেও জাপান সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। ২০১৯ সালের মে মাস থেকে এ পর্যন্ত এ নিয়ে ১৫টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ার অস্ত্র আমদানি এবং যৌথ সামরিক মহড়ার জবাবে এ পরীক্ষা চালানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। এছাড়া উত্তর কোরিয়ার বন্ধুপ্রতীম দেশ চীন আজকের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বলেছে, বিবাদমান পক্ষগুলোর উচিৎ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শোয়াং বলেছেন, আলোচনার মাধ্যমে কোরীয় উপদ্বীপে টেকসই শান্তি ফিরিয়ে আনা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আলোচনা ব্যর্থ হওয়ার পর পিয়ংইয়ং নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও