কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুতা হাতে বিমানবন্দরে থাকার ঘোষণা হেফাজতের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ২১:৩৯

দিল্লিতে মুসলিম হত্যা, নির্যাতনের প্রতিবাদে মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে শহরের বড় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে বের হয়ে শহরের দোয়েল চত্বরে এসে মিলিত হন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের ট্রাংক রোড, মিজান রোড, জেল রোড, বড় মসজিদ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। হেফাজত নেতা মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলটির ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রহিমুল্লাহ কাসেমী, ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন কাসেমী, মাওলানা শিব্বির আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস, জাফর আহম্মদ, উপদেষ্টা মাওলানা আবদুর রাজ্জাক, ফুলগাজী শাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন ও ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও