কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা জুনে

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১৯:৪৬

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলতি বছরের মার্চে হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়েছে। ৩৮তম বিসিএসের ফলাফল এবং মুজিববর্ষ উদযাপনের জন্য চলতি মাসে সেটি সম্ভব হচ্ছে না। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী এপ্রিল মাসে ৪১তম বিসিএসের প্রিলি পরীক্ষা হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে এপ্রিল মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় এপ্রিলে প্রিলি পরীক্ষা হবার সম্ভাবনা নেই। কারণ উচ্চমাধ্যমিক পরীক্ষা মাসব্যাপী চলবে। সম্পর্কিত খবর ৯ ব্যাংকে ২০৪৬ অফিসার নিয়োগ চাকরি স্থায়ীকরণ দাবিতে এসিটি শিক্ষকদের অবস্থানস্থগিত হওয়া সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু আবার এপ্রিলের ২৩ তারিখ থেকে রোজা শুরু হবে। রোজার মধ্যে বিসিএস প্রিলি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। রোজা শেষ হবে মে মাসের শেষের দিকে। এরপর ঈদের ছুটি। ছুটি শেষ হওয়ার পর বিসিএস প্রিলি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে জুনের প্রথম সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলি হবার সম্ভাবনা সব থেকে বেশি। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন জানান, বিসিএস অন্য চাকরি পরীক্ষার মতো নয়। এটি একটি পাবলিক পরীক্ষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও