কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার চুল পড়বে কম, পালাবে খুশকিও

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ১২:২৬

শ্যাম্পু করার সময় অথবা আঁচড়ানোর সময় হাতে উঠে আসছে চুল। তারই সঙ্গে খুশকির সমস্যাও। এই সমস্যা আপনার একার নয় বরং ঘরে ঘরে অনেককেই এমন মুশকিলে পড়তে হয় প্রতিদিন। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললেই পেতে পারেন রেশমি ঘন চুল। আটকাতে পারেন চুল পড়াও। সম্পর্কিত খবর ‘ঢাকা-১০ এ সংকোচিত প্রচারণায় সফল হলে নির্বাচনী বিধি পরিবর্তন’ভোটার হওয়াটাই বড় কথা নয়: মাহবুব তালুকদার‘নিজের অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হয়’ শুষ্ক চুলে প্রাণ ফেরানোই হোক বা চুল পড়া রোধ— সব কিছুতেই তেলের আলাদা মুনশিয়ানা রয়েছে। খুশকির সমস্যার মুশকিল আসানেও রয়েছে তেলের ভূমিকা। চুলের গোড়া মজবুত করতে ‘হট অয়েল ট্রিটমেন্ট’র জুড়ি মেলা ভার। হট অয়েল ট্রিটমেন্ট চুলের যত্নের সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু কীভাবে করবেন? পদ্ধতি এই যত্ন বাড়িতেই করতে পারবেন সহজে। সপ্তাহে তিন দিন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে দিন। ওই মিশ্রণ দিয়ে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে আলতো মাসাজ করুন। সারা রাত চুল বেঁধে রেখে সকালে শ্যাম্পু করে নিলেই মিলবে রেশমের মতো নরম চুল। তেলের পুষ্টি চুলের গোড়ায় পৌঁছে চুলের হারানো স্বাস্থ্যও ফিরিয়ে আনবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও