কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিরিয়ায় তুরস্কের ব্যাপক হামলা, ভিডিও প্রকাশ

সময় টিভি প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২২

সিরিয়ার সরকারি বাহিনীর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা শুরু করেছে তুরস্কের সেনারা। ইদলিবে চলমান সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার আসাদবাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হন। এরপর পাল্টা হামলা শুরু করে তুরস্ক। এতে অন্তত ১৬ সিরিয় সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। এদিকে তুরস্কের প্রতিরক্ষা দফতরের বরাতে সরকারি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ১,৭০৯ জন সিরিয় সেনাকে নিষ্ক্রিয় করেছে তুর্কি সেনারা। নিষ্ক্রিয় বলতে সাধারণত নিহত অথবা বন্দিদের বুঝিয়ে থাকে তুরস্ক। ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদ্রোহীদের হটিয়ে মাস তিনেক আগে সরকারি বাহিনীর দখলে নেয়া বেশ কিছু অঞ্চলে সিরিয়ার সামরিক অবস্থানে ড্রোন ও গোলা বর্ষণ করে তুর্কি বাহিনী। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ার বিমানবাহিনীর সহযোগিতায় বিরোধীদের শেষ ঘাঁটি ইদলিবের দখল নিতে হামলার তীব্রতা বাড়িয়েছে আসাদবাহিনী। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হন এবং অনেকে আহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও