কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাপক রাজনৈতিক বিশৃঙ্খলায় মালয়েশিয়া

যুগান্তর প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪

বছর দুয়েক আগে ক্ষমতায় এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন মাহাথির মোহাম্মদ। কিন্তু সোমবার তাকে পদত্যাগের বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু দেশটির রাজা তাকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তার পাকতান হারাপান নামের জোটের ভেতরে উত্তেজনা দেখা দেয়ার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৮ সালে দুর্নীতিতে ডুবে যাওয়া একটি সরকারের পতন ঘটিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন। মূলত আনোয়ার ইব্রাহীম যাতে প্রধানমন্ত্রী পদে আসীন হতে না পরেন, তা নিশ্চিত করতেই এসব কৌশল নেয়া হয়েছিল। কিন্তু বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী মাহাথিরকে ক্ষমতায় থাকতেই তার জোটের তরফে অনুরোধ জানানো হয়েছে। আনোয়ার ইব্রাহীমকে ক্ষমতা থেকে দূরে রাখতে ও নতুন সরকার গঠনের ষড়যন্ত্রের প্রতিবাদে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এ রাজনৈতিক নাটক প্রথম প্রকাশ্যে আসে রোববার। যখন ক্ষমতাসীন জোটে আনোয়ারের প্রতিদ্বন্দ্বীরা ও বিরোধী রাজনীতিবিদরা কুয়ালালামপুরে কয়েকদফা বৈঠক করেন, তখন নতুন একটি জোট গঠনের বিষয়টিই প্রকাশ্যে চলে আসে। মূলত প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আনোয়ারকে বাদ দিতেই এতসব উদ্যোগ। এর আগে বিভিন্ন মিথ্যা অভিযোগে তাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও