কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইতালিতে করোনা পরীক্ষা হবে মেসিদের

সমকাল প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আগামী বুধবার রাতে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। সোমবার ইতালি পৌছানোর কথা ছিল মেসি-পিকেদের। সংবাদ মাধ্যম মেইল অনলাইনের খবর অনুযায়ী, ইতালিতে নামার পরে এবং স্পেনে ফেরার আগে বার্সেলোনার ফুটবলারদের করোনাভাইরাস পরীক্ষা করানো হবে।কোন ফুটবলারের মধ্যে যদি করোনাভাইরাসের লক্ষণ থাকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে হাসপাতালে। দল থেকে আলাদা রাখা হবে তাকে। চীন-দক্ষিণ কোরিয়ার পরে ইতালিতে দেখা গেছে করোনার প্রভাব। যদিও তা গুরুতর নয়। সেজন্য চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে মেসিদের নিয়ে এই সতর্কবার্তা।ইতালিতে এরই মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। দেশটির উত্তর অঞ্চলে পাওয়া গেছে রোগী। এছাড়া ওই অঞ্চলে করোনার ৮০টি লক্ষণ সনাক্ত করা হয়েছে। তবে নাপোলির দিকে রোগের কোন লক্ষণ সনাক্ত হয়নি।তবে ঝুঁকি এড়াতে এরই মধ্যে ইতালির লিগ সিরি আ’র রোববারের চারটি ম্যাচ বাতিল করা হয়েছে। তার মধ্যে ইতালি জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে সাম্পাদোরিয়ার ম্যাচও ছিল। দেশটিতে যাতে করোনা মারাত্মক আকার নিতে না পারে সেজন্য দেশটির প্রধানমন্ত্রী ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও