কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৬ বছরেও মশার সঙ্গে পেরে ওঠেননি ঢাকার মেয়ররা

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭

৩৩ বছর ধরে নানা প্রতিশ্রুতি পেয়েও তা ভঙ্গ হওয়ায় মনঃকষ্টে ভুগেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর বহু পঠিত ও বহুশ্রুত ‘কেউ কথা রাখেনি’ কবিতা সেই দুঃখের আখ্যান। এই রাজধানীর উন্নয়নে বিভিন্ন সময়ে একাধিক মেয়র এসেছেন। তাঁরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। নগরবাসী তাতে আশ্বস্ত হয়েছেন। ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন বারবার। মোহাম্মদ হানিফ, সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র। আর আনিসুল হক ও সাঈদ খোকন বিভক্ত সিটি করপোরেশনের মেয়র—এই চারজন নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র। তাঁদের প্রত্যেকের নির্বাচনী ইশতেহারে মশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম অগ্রাধিকার পেয়েছিল। কিন্তু তাঁরা এসব সমস্যা সহনীয় পর্যায়ে আনতে পারেননি। উল্টো দিনের সঙ্গে পাল্লা দিয়ে তা বাড়ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র সাঈদ খোকন আগামী ১৭ মে পর্যন্ত (পূর্ণ পাঁচ বছর) দায়িত্ব পালন করবেন। তারপর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র ফজলে নূর তাপস। তাঁর নির্বাচনী ইশতেহারেও মশকনিধন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা প্রাধান্য পেয়েছে। এখন তিনি দায়িত্ব নেওয়ার পর কতটা সফল হবেন, তা ভবিষ্যৎই বলবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। এর আগে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালের উপনির্বাচনে নির্বাচিত হন তিনি। তাঁদের দুজনেরই নির্বাচনী ইশতেহারে মশকনিধন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা প্রাধান্য পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও