কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মার্কিন সিনেটরের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪১

বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা প্রশ্নে প্রভাবশালী মার্কিন সিনেটর চাক গ্রাসলির মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ধর্মীয় বিশ্বাসের কারণে বাংলাদেশিদের একাংশকে নিপীড়নের শিকার হতে হয় বলে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেন সিনেটর গ্রাসলি। তিনি দেশটির সিনেটের শক্তিশালী অর্থনৈতিক কমিটির চেয়ারম্যান। সেই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের চতুর্থ শীর্ষ ব্যক্তি। মঙ্গলবার এই মার্কিন সিনেটর বলেন, ‘রাশিয়া, বাংলাদেশ ও সুদানের মতো দেশগুলোয় বসবাসরত নাগরিকদের সহায়তা করা উচিত। তারা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছে এবং শুধু ধর্ম ও ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার হচ্ছে।’ তার এই বক্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, এই সিনেটরের বক্তব্য ‘পক্ষপাতমূলক ও হতাশাজনক’। তার বক্তব্যটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ দূতাবাস। গ্রাসলিকে তার বক্তব্য সংশোধনের আহ্বান জানিয়ে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র শামিম আহমেদ বলেন, সিনেটর গ্রাসলির বক্তব্য সত্যের অপলাপ। বাংলাদেশ দূতাবাস ওই বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও