কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মা সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান

আমাদের সময় পদ্মা সেতু প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫

পদ্মা সেতুর ওপর বসেছে ২৫তম স্প্যান। গতকাল ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের উপর বসানো হয়। আর এর মধ্যদিয়ে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর ৩ হাজার ৭৫০ মিটার। ২৪তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৫তম স্প্যানটি বসানো হয়েছে। পদ্মা সেতুর উপ সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৫তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নং পিলারের কাছে নিয়ে আসা হয়। এরপর স্প্যানটিকে পিলারে ওপরে স্থাপনের কার্যক্রম শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটের সময় ২৯/৩০ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ১১ তারিখে ৩০/৩১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ২৪ নম্বর স্প্যানটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও