কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিবচরে বার্ষিক ওয়াজ-মাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ

ইত্তেফাক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪১

বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ও শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়াতুল্লাহ’র তীর্থস্থান শিবচরের ঐতিহ্যবাহী বাহাদুরপুর পীর মঞ্জিলের ৭৫ তম বার্ষিক ওয়াজ-মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজের জামাতে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। জুমার নামাজে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক মুসল্লী অংশ গ্রহণ করেন। মুসল্লীদের ভিড় মাঠ পেরিয়ে আশে পাশের ঘর বাড়ি রাস্তা ঘাট এমনকি বাজারসহ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মাহফিল পরিচালনা করেন হাজী শরিয়তউল্লাহ (রহ) এর ৭ম পুরুষ ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাও. আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর। সকালে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ কাঁঠালবাড়ী ফেরীঘাটে পৌঁছালে তাকে মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির পক্ষ থেকে ফুলের শুভেচছা জানান শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। পরে ধর্মপ্রতিমন্ত্রী শিবচরের বিভিন্ন মসজিদ ও উন্নয়নমূলক কাজ পরির্দশন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত