কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে নৌকাডুবিতে শিশুসহ চারজনের মৃত্যু

আরটিভি প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগরের মোহনা ও জলবদর খাল এলাকায় ওরস মাহফিলে যাওয়ার পথে বুধবার পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আব্দুল মালেক ও আব্দুল জলিল, কাথারিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মোহাম্মদ আক্কাস ও প্রতিবেশি মো. মিনহাজ। বুধবার সকাল ও দুপুরে বাঁশখালী উপজেলার জলবদর খালে এবং বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশখালীর কাথারিয়া ও খানখানাবাদ থেকে পৃথক দুটি নৌকায় করে দু’দল লোক কক্সবাজারের কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরস মাহফিলে যাচ্ছিল। এর মধ্যে একটি বঙ্গোপসাগরের মোহনার অদূরে জলবদর খাল এলাকায় গিয়ে অতিরিক্ত যাত্রীর চাপে ডুবে যায়। ওই নৌকায় প্রায় ৭০ জনের মতো যাত্রী ছিল। পরে স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করেন। বাকিরা নিরাপদে তীড়ে উঠতে পেরেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও