কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেলায় গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে ‘বাংলাদেশের সাহিত্য: পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক প্রবণতা’ উল্লেখযোগ্য

যুগান্তর প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪

সব্যসাচী লেখক আহমেদ বাসারের আলোচিত গল্পগ্রন্থ ‘রাতশিকারি’ ( অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন নং- ৩১) এর পাশাপাশি এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশের সাহিত্য: পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক প্রবণতা’। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী (প্যাভিলিয়ন নং ১) । গ্রন্থটি ইতোমধ্যে বোদ্ধা পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। গ্রন্থটিতে বাংলাদেশের সাহিত্যের বিষয় ও আঙ্গিকগত বিভিন্ন দিক নিয়ে আঠারোটি প্রবন্ধ স্থান পেয়েছে। বাংলাদেশের কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গল্প ও সমালোচনা সাহিত্যের বিভিন্ন দিক অন্তরঙ্গ বিশ্লেষণে এই গ্রন্থে ধরা পড়েছে। পাশাপাশি আলোচিত হয়েছে সৈয়দ ওয়ালীউল্লাহ, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, রফিক আজাদ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, শাহাদুজ্জামান প্রমুখ কবি ও সাহিত্যিকের বৈচিত্র্যময় সাহিত্যকর্ম। এসব লেখকের সাহিত্যিক সৃষ্টির মৌল প্রবণতা ও আঙ্গিকগত স্বাতন্ত্র্য চমৎকারভাবে উঠে এসেছে এই গ্রন্থে। বাংলাদেশের সমালোচনা সাহিত্যের ওপর একটি প্রাজ্ঞ আলোচনাও এখানে স্থান পেয়েছে। গুরুত্ব পেয়েছে বাংলাদেশের কবিতায় ব্যক্তির আর্তি ও সমষ্টির আর্তনাদের অনুপম প্রসঙ্গ। কবিতায় নদীর অপরূপ নৃত্যময় উত্থানের প্রসঙ্গটিও লেখক দক্ষতার সঙ্গে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও