কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউইতে বলকানের অন্তর্ভুক্তি ব্রেক্সিটের ক্ষতি কি পূরণ করতে পারবে?

ইত্তেফাক প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৪

এ বছরের শেষ দিনে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায় নিয়ে খোদ ব্রিটেনে যেমন মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তেমনি ইউরোপের অন্যত্র। ইউরোপের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলো মনে করে, ব্রিটেনের বিদায় ইউরোপের ঐক্যকে দুর্বল করেছে। অন্যদিকে ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় ভূখণ্ডের প্রধান দেশগুলো ব্রিটেনকে ইউরোপের মূল দেশ বলে মনে করে না। তাদের কাছে ইংলিশ চ্যানেল যেন এক অনতিক্রম্য বাধা। ইউরোপীয় ইউনিয়নের ক্রমবিকাশের ইতিহাসটি লক্ষ করলে দেখা যায় যে, তারা এক লাফে অতি উচ্চতায় পৌঁছে যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের স্বার্থে ১৯৫৮ সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ১৯৬২ সালে কয়লা ও লৌহ উত্পাদনকারী এই দেশগুলো ছোটো আকারের ‘কমন মার্কেট’ ধারণায় একত্রিত হয়। প্রথম থেকেই গ্রেট ব্রিটেন এ ধরনের শক্ত কাঠামোযুক্ত গঠনের বিরোধিতা করে। তারা সহজ শর্তের আরেকটি সংগঠন দাঁড় করায়। তারা এটার নাম দেয়, ইউরোপিয়ার ফ্রি ট্রেড এরিয়া—ইএফটিএ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও