কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ বিষয়ে ট্রাম্পকে জানাতেই ঢাকা ঘুরে গেলেন ভারতে নিযুক্ত মার্কিন দূত

ইত্তেফাক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো দুই দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের ভারত সফরসূচি ঘোষণা করা হয়েছে। ট্রাম্পের ভারত সফরে নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক ইস্যুর বাইরে আঞ্চলিক ইস্যুও গুরুত্ব পাবে। ভারত ও দক্ষিণ এশিয়ায় ট্রাম্প প্রশাসনের নীতি তথা ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি, আঞ্চলিক সহযোগিতা ও অন্যান্য বিষয়ে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। বাংলাদেশসহ ভারতের অন্য প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ট্রাম্প অবহিত হবেন। এ কারণে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিতে সম্প্রতি ঢাকা সফর করে গেলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জুস্টের। যা তিনি নয়াদিল্লি সফরের সময় ট্রাম্পকে উপস্থাপন করবেন। ঢাকা ও নয়াদিল্লির একাধিক কূটনৈতিক সূত্র জানায়, মার্কিন দূত জুস্টের এর ঢাকা সফর প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের সঙ্গে সম্পর্ক যুক্ত। সাধারণত যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট একটি বিশেষ অঞ্চলে সফর করেন তখন তিনি সংশ্লিষ্ট দেশের পাশাপাশি প্রতিবেশী দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এদিকে ট্রাম্পের সফর নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, কৌশলগত দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার করতে এবং দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী ও টেকসই বন্ধনকে আরো দৃঢ় করতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত সফরে যাচ্ছেন। প্রেসিডেন্টের সফরসঙ্গী হবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও