কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজ হাটহাজারীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক চাকরি মেলা

দৈনিক আজাদী প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০

বৈদেশিক কর্মসংস্থানে মাঠ পর্যায়ে পুরুষ এবং নারী কর্মী নিয়োগের লক্ষ্যে হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা থেকে অনুষ্ঠিতব্য এই মেলার আয়োজন করছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে হাটহাজারী উপজেলা প্রশাসন। চাকরি মেলায় সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর সমূহ, চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বাংলাদেশ কোরিয়া ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), হাটহাজারী মহিলা টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ স্থানীয় সরকারি প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন। মেলায় বিদেশ গমনেচ্ছু আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। প্রবাস প্রত্যাগত এবং প্রবাসীদেরকে চাকরি মেলায় অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত