কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা রাইমি নিহত

দৈনিক আজাদী প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯

জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) বিভাগের প্রধান কাসিম আল রাইমি ইয়েমেনে মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে হোয়াইট হাউসও জানিয়েছে, ২০১৫ সাল থেকে জিহাদীগোষ্ঠীর নেতৃত্বদানকারী কাসিম আল রাইমি ইয়েমেনে মার্কিন অভিযানে নিহত হয়েছেন। তবে কবে কখন নিহত হয়েছেন, সেটা নিশ্চিত করেনি মার্কিন প্রেসিডেন্ট ভবন। চলতি শতকের প্রথম দশকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা স্বার্থের ওপর ধারাবাহিক হামলায় তার সংশ্লিষ্টতা ছিল ধারণা করে ওয়াশিংটন। মার্কিন ড্রোন হামলায় নিজের পূর্বসূরীর মৃত্যুর পর থেকে একিউএপির দায়িত্ব পালন করছিলেন রাইমি। এদিকে, মার্কিন ড্রোন হামলায় রাইমির মৃত্যু হয়েছে- এমন গুঞ্জন চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই শুরু হয়েছিল। যদিও এর প্রতিক্রিয়ায় গত ০২ ফেব্‌রুয়ারি একিউএপি নিজেদের এই শীর্ষ নেতার ভিডিও প্রকাশ করে। তবে ওই ভিডিও আগে থেকে করে রাখা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও