কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্বিতীয় দিনে বোলিংয়ে নামছে বাংলাদেশ

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬

রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা কোনো রকম ধরে রাখতে সমর্থ্য হয়েছে বাংলাদেশ। পুরো দিনে ৮২.৫ ওভার খেলে সবকটি উইকেট হারানোর মধ্য দিয়ে রানের ঝুলিতে জমা হয় ২৩৩ রান।আলোক স্বল্পতার কারণে সাত ওভার বাকি থাকতেই ম্যাচের ইতি টেনে দেন কর্তব্যররত আম্পায়াররা। প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হওয়ায় আজ দিনের শুরতেই ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। আগেরদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। অভিষিক্ত সাইফ হাসান নিজের প্রথম টেস্ট ম্যাচটি ভুলে থাকতেই চাইবেন, কারণ অভিষেক ম্যাচে রানের খাতাটাই খুলতে পারেননি তিনি। অপরদিকে বিসিএলে ত্রিশতক হাঁকানো তামিম ইকবাল মাত্র তিন রানে মাঠ ছাড়েন। মাহীন আফ্রিদির করা সে ওভারের তৃতীয় বলে বাজেভাবে আউট হন অভিষিক্ত সাইফ। শাহীনের বল আলতো ছুঁয়ে দিইয়ে স্লিপের ফিল্ডারের হাতে তুলে দেন সাইফ। ঠিক পরের ওভারেই মোহাম্মদ আব্বাস তামিম ইকবালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন।হালকা ভেতরে ঢোকা ডেলিভারিটি সরাসরি আঘাত হানে তামিমের প্যাডে। আম্পায়ার প্রথমে নট আউট দেন। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেয় পাকিস্তান। ৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সাইফের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত এবং তামিমের পর আসেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দুজন মিলে নেমে পড়েন চাপ সামাল দেয়ার মিশনে। তবে তাদের জুটিটা ছিল পুরোপুরি নড়বড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও