কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৈরি হচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক, দাবি ডব্লিওএইচও’র

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২০

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী নতুন করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) দাবি, চলতি বছরের মাঝামাঝি করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। নতুন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের অন্যতম কারণ এর কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। তবে বুধবার (৫ ফেব্রুয়ারি) ডব্লিওএইচও’র দাবি করে, নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নতুন ওষুধ আসতে যাচ্ছে। চীনা এক টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি এ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর একটি ওষুধ আবিষ্কার করেছে। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ দাবি করে, এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে অনেকদূর এগিয়েছেন গবেষকরা। ডব্লিওএইচও’র মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, ২০১৯ সালের করোনা ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। র‍্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়ালের মাধ্যমে প্রতিষেধকের কার্যক্ষমতা ও নিরাপত্তা পরীক্ষার করার পরামর্শ দিচ্ছি আমরা। সম্ভাবনা রয়েছে ২০২০ সালের জুনের মধ্যে এ ভাইরাসের প্রতিষেধক আসতে যাচ্ছে। সাধারণত একটি প্রতিষেধক তৈরি ও সেটির কার্যকারিতা পরীক্ষার জন্য অনেক বছর সময় লাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও