কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অজুর ধারাবাহিকতা কেন, বিপরীত হলেইবা কী?

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০, ০৮:৩৭

কোরআন ও সুন্নাহে বর্ণিত ধারাবাহিকতার বিপরীত অজু করা মাকরুহ। এর কারণ হলো, সাধারণত মানুষ থেকে আল্লাহ তাআলার বিধানবিরোধী কাজ ও গুনাহ ওই ধারাবাহিকতায় সংঘটিত হয়, অজুর যে ধারাবাহিকতা কোরআনে বর্ণিত আছে। তাই অজুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে ধৌত করে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে মুক্ত করার প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। যেমন—সাধারণত যে অঙ্গ দ্বারা মানুষের সর্বপ্রথম গুনাহ প্রকাশ পায় সে অঙ্গকে সর্বপ্রথম ধৌত করার বিধান দিয়ে তাকে গুনাহ বর্জন এবং তাওবার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম চেহারা ধৌত করার আদেশ করেছেন। এর ভেতর মুখ, নাক, এবং দুই চোখ অন্তর্ভুক্ত। প্রথমে কুলি করার মাধ্যমে মুখ পরিষ্কার করা হয়। এর দ্বারা জবানের তাওবার প্রতি ইঙ্গিত রয়েছে। কেননা মানুষের জিহ্বা আল্লাহ তাআলার বিধানের বিরোধিতায় সমস্ত অঙ্গের আগে থাকে। এ সম্পর্কে নবী (সা.) বলেন, ‘আদম সন্তানের বেশির ভাগ গুনাহ তার জবান দ্বারা সংঘটিত হয়।’ তেমনিভাবে কুফরি বাক্য, পরনিন্দা, পরশ্রীকাতরতা, গালিগালাজ এবং হাজারো অশোভন ও অনর্থক কথাবার্তা জবান দিয়ে বের হয়। তার পর নাকে পানি ঢেলে পরিষ্কার করা হয়, যা নিষিদ্ধ ঘ্রাণ এবং অহংকারী বোধশক্তি থেকে তাওবা করার ইঙ্গিত। তারপর সব চেহারা ও দুই চোখ কপালসহ ধৌত করা হয়, যেটা সামনাসামনি সব গুনাহ এবং চোখের অসৎ দৃষ্টি বর্জনের প্রতি ইঙ্গিত বহন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে