কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তান সফর : টেস্টে অনিশ্চিত সাদমান-ইমরুল

ইত্তেফাক প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ০৭:৫১

টি-২০ সিরিজে টানা দুই ম্যাচ হেরে শূন্য হাতে পাকিস্তান সফর থেকে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার রাতে ফেরা ক্রিকেটাররা অবশ্য আজই আবার ব্যাট-বলের অনুশীলনে নেমে পড়ছেন। আজ থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অনুশীলনে যোগ দেবেন ক্রিকেটাররা। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলা বিসিএলের প্রথম রাউন্ডে খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। যা জাতীয় দলের জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ভালো প্রস্তুতি হবে। আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বিসিএল খেলেই ৫ ফেব্রুয়ারি দেশ ছাড়বে মুমিনুল হকের দল। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলটা ঘোষণা হবে শিগগিরই। প্রথম টেস্টে নিয়মিত ওপেনার সাদমান ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। কব্জির ইনজুরিতে ভুগছেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা ইমরুল কায়েসও হয়তো পাকিস্তানে যেতে পারবেন না। উন্নতি হলেও ইমরুলকে বিসিএলের প্রথম রাউন্ড খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। ব্যথা কমাতে ইনজেকশন নিয়েছেন সাদমান। এক সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে তাকে। তিনিও খেলবেন না বিসিএলের প্রথম রাউন্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও