কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রতিপক্ষ এখন বিদ্রোহী প্রার্থী

আমাদের সময় প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০, ০৭:২১

কিছুতেই তারা হার মানছেন না। দলের শীর্ষ নেতারা টেলিফোনে বুঝিয়েছেন। বিকল্প প্রস্তাবে সুবিধার কথা বলেছেন। ডেকে বুঝিয়েছেন। কিন্তু তারা অনড়। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের বিদ্রোহী প্রার্থীরা এখন মাথা ব্যথার কারণ। তাদের আলটিমেটাম দিয়েও কোনো লাভ হচ্ছে না। ফলে বহিষ্কারের হুমকি দিয়ে চিঠি দিতে হয়েছে। হুঁশিয়ার করে দেয়া হয়েছে আর ঠাঁই হবে না কোনো কমিটিতে। তারপরও তারা কোনো পাত্তা দিচ্ছেন না। তাদের কথা হচ্ছে লড়াই হবে নির্বাচনের মাঠে। দুই প্রধান দলের অধিকাংশ বিদ্রোহী প্রার্থীই পিছু হটতে রাজি নয়। আর তাদের নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি। আবার আওয়ামী লীগ ও বিএনপি আরেক দুশ্চিন্তায় পড়েছে। দমানো না গেলে নির্বাচন থেকে সরিয়ে না দেয়া হলে যদি বিদ্রোহী প্রার্থী হেরে যায় তাহলে তো বিষয়টি দলের মধ্যে কোন্দল আরো বাড়বে। জিতলে অবশ্য মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিদ্রোহী প্রার্থীরাও কম যান না। তাদের শতভাগ আত্মবিশ্বাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও